পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটিতে ১৪ টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। সিটি কপোরেশন সূত্রে জানাগেছে, গত বছরে ১৮ টি হাটের দরপত্র আহ্বান করলেও এবার জায়গা স্বল্পতার কারণে তা কমিয়ে ১৪ টি হাটের দরপত্র আহ্বান করা হয়।
হাটগুলো হলো : ১ নম্বর ওয়ার্ড সিআই বালুর মাঠ, ৩নং ওয়ার্ড মৌলভী মো. ফজলুল রহমানের খালি মাঠ, ৪নং ওয়ার্ড তাজ জুট বেলিং কো. পাশের খালি মাঠ, ৮নং ওয়ার্ড গোদনাইল খেলার মাঠ, ৯নং ওয়ার্ড জালকুড়ি মোতালেব বেপারীর মাঠ, ৯নং ওয়ার্ড ওয়াপদা রোডের পাশের খালি মাঠ, ১৮নং ওয়ার্ড শহীদ নগর এলাকার রিয়াজুদ্দিন চৌধুরীর খালি মাঠ, ১৯নং ওয়ার্ড সামিত পাওয়ার প্লান্টের খালি মাঠ, ২১নং ওয়ার্ড স্কুল গেট সংলগ্ন খেলার মাঠ, ২৩নং ওয়ার্ড পূর্বপাড়া লতিফ হাজীর মাঠ, ২৩নং ওয়ার্ড আলী আহম্মদ চুনকা সড়কের কাশেম জামালের মাঠ, ২৪নং ওয়ার্ড কাইতাখালি এলাকার গোলান্দাজ মিয়ার মাঠ, ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ গুদারা ঘাট সংলগ্ন খালি মাঠ ও ২৫নং ওয়ার্ড লক্ষণ খোলা সংলগ্ন খেলার খালি মাঠ।
এসব হাটগুলো অস্থায়ী ভিত্তিতে ঈদ পূর্ববর্তী তিনদিনের জন্য বসানোর নির্দেশ দেয়া হয়েছে।
টিএইচ